ঘরে তেলাপোকা বাসা বেঁধে থাকে তবে তা যতো তাড়াতাড়ি সম্ভব তাড়িয়ে দেবার ব্যবস্থা করুন। এটি আপনাকে বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকিতে ফেলে দিতে পারে।
তেলাপোকার শত্রু হলো তেজপাতা। তেজপাতার গন্ধ একদমই সহ্য করতে পারে না। যেসব জায়গায় তেলাপোকার উপদ্রব রয়েছে সেই স্থানে তেজপাতা গুড়ো করে ছড়িয়ে দিন। তারপর দেখুন।
সাবান ও জল দিয়ে একটি মিশ্রন তৈরী করতে পারেন। সেই জল একটি স্প্রের বোতলে রেখে দিন। ঘরের কোণায় কোণায় এই জল স্প্রে করুন। তেলাপোকা মরে যাবে।
বোরিক এসিড ও ময়দা একসাথে মেখে একটা ডো-এর মতো করে নিন, এরপর ছোট ছোট লেচির মতো করে সেই লেচি তেলাপোকার উপদ্রব আছে সেইসব জায়গায় রেখে দিন।
তেলাপোকা অ্যামোনিয়ার গন্ধ একদমই সইতে পারে না। আপনাকে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এক বালতি জলেতে ২ কাপের মতো অ্যামোনিয়া মিশিয়ে সেই জল দিয়ে রান্নাঘর ভালো করে মুছে নিন। দেখবেন তেলাপোকা পালাবে।