Bear Grylls: বিয়ার গ্রিলস, অভিযানে প্রিয়াঙ্কাকে নিয়ে যেতে চান

Published By: Khabar India Online | Published On:

অতিমানবীয় কর্মকাণ্ড দিয়ে দর্শকদের ভড়কে দেন বিয়ার গ্রিলস। মাঝের মধ্যে অতিথিদের নিয়েও চলে যান গহীন জঙ্গলে। পশ্চিমারা তো বটেই গিয়েছেন ভারতীয়রা। ভিকি কৌশল থেকে অক্ষয় কুমার, রণবীর সিং এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সেই তালিকায়। এবার ফের এক ভারতীয় তারকার অপেক্ষায় রয়েছেন বিয়ার, তিনি কে?

আরও পড়ুন -  মেয়ের ছবি দেখালেন প্রিয়াঙ্কা চোপড়া, এই প্রথম

 বিয়ারের ইচ্ছে নারী তারকাকে নিতে চান। এক সাক্ষাৎকারে সেই কথাও জানিয়েছেন। পছন্দের তালিকার এক নম্বরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা যদি আমার দলে যোগ দেয় তবে আলাদাই আনন্দ হবে। ওর স্বামী নিক জোনাসকে নিয়ে গিয়েছিলাম, অসাধারণ মানুষ। সকলেই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন, ওর গল্প শুনতেও ভালোবাসবেন।’

আরও পড়ুন -  কারখানার অতিরিক্ত দূষণের জেরে রাস্তা অবরোধ গ্রামবাসীদের۔۔

কিছুদিন আগেই রণবীর সিংকে সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়েছিলেন বিয়ার। এই তারকা বিয়ারকে জড়িয়ে ধরে চুমু খাওয়া নিয়েও বিতর্ক কম হয়নি।

 এই কারণেই হয়তো জঙ্গলে তার অভিযান। যা নিয়ে তৈরি হয় টিভি শো।

আরও পড়ুন -  ‘মালাই’-এর ট্রেলার কামুক দৃশ্যে পূর্ণ, আগে দেখেননি অভিনেত্রীর এমন সাহসী অভিনয়, Watch Video

সূত্রঃ হিন্দুস্তান টাইমস।