Pilot: পাইলটের রহস্যময় মৃত্যু, মাঝ আকাশ থেকে পড়ে

Published By: Khabar India Online | Published On:

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশ থেকে পড়ে এক পাইলটের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, প্লেন চলন্ত অবস্থায় সে লাফ দিয়েছে অথবা পড়ে গেছে।

শুক্রবার নর্থ ক্যারোলিনায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্মকর্তারা। রবিবার (৩১ জুলাই) ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন -  US Presidential Election: ভোটের লড়াইয়ে মাইক পেন্স, ট্রাম্পের সঙ্গে

ডব্লিউআরএএলের প্রতিবেদনে বলা হয়, চার্লস হিউ ক্রুকসসহ প্লেনটিতে আরও একজন পাইলট ছিলেন। ১০ জন ধারণ ক্ষমতার প্লেনটিতে অন্য কোনো লোক ছিল না। এটি অবতরণের পর প্লেনটিতে চার্লসকে পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, চার্লস কোনো প্যারাসুট ছাড়াই প্লেন থেকে লাফ দিয়েছে না হয় পড়ে গেছে। ঘটনার পর কো-পাইলট নিরাপদে প্লেনটিকে অবতরণ করাতে সক্ষম হন। যদিও অবতরণের আগে ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এটির একটি চাকায় সমস্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন -  Suspended: প্রথম ওয়ানডে স্থগিত, যুক্তরাষ্ট্র - আয়ারল্যান্ড

প্লেনটি অবতরণের সময় অনেকেই সেখানে ছিলেন। অন্যান্য বেশ কয়েকজন কর্মকর্তা চার্লসের মরদেহের সন্ধান করছেন।

 সন্ধ্যা সাতটার দিকে ফুকুয়ে-ভারিনা আবাসিক এলাকার পেছনের বনে তার মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন -  কার সঙ্গে এই অন্যায় কাজ করলেন Sara Ali Khan পোশাকের আড়ালে, ছবি দেখুন

পুলিশ বলেছে, মরদেহটি একটি বাড়ি থেকে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দূরে নেমে আসে। পরে সেখানের বাসিন্দারা পুলিশ কর্মকর্তাদের জানায়। ছবি প্রতীকী।