শিল্পী নির্মলা মিশ্র প্রয়াত

Published By: Khabar India Online | Published On:

 নক্ষত্রপতন সঙ্গীত জগতে। বাংলা গানের দুনিয়ায় এক যুগের অবসান। চলে গেলেন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র।

আপামর বাঙালির মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন শিল্পী। তিনি উপহার দিয়েছেন, ‘তোতাপাখি’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম এই রকম বহু গান।

আরও পড়ুন -  Mithilesh Chaturvedi: ‘কোই মিল গয়া’ খ্যাত অভিনেতা প্রয়াত

 পরিবার সূত্রে খবর, শনিবার রাত ১২টা ৫ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন শিল্পী। দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। রেখে গেলেন স্বামী, পুত্র ও পুত্রবধূকে।

আরও পড়ুন -  ঝলমলে মোহনবাগান দিবস

 চিকিৎসকেরা জানান, গত ৫ বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

 রবিবার সকালে প্রথমে তাঁকে বাড়িতে আনা হবে। ১০টা নাগাদ রবীন্দ্রসদনে শায়িত রাখা হবে। সেখানে অনুরাগীরা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকতে পারবেন। রবীন্দ্রসদন থেকে নিয়ে যাওয়া হবে রাজ্য সঙ্গীত অ্যাকাডেমিতে। তাঁর পর শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন -  Puja Banerjee: স্বামীকে সম্মান করেননা পূজা! সন্তান জন্ম দিলেও !