Janhvi Kapoor: এখনও উষ্ণতা অনুভব করি ঈশানের জন্যঃ জাহ্নবী কাপুর

Published By: Khabar India Online | Published On:

 জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)এর রিলেশনশিপ স্টেটাস নিয়ে শোনা যায়, তিনি সিঙ্গল। কখনও বা তাঁকে দেখা যায় কোনো পুরুষ বন্ধুর সাথে। ফলে শুরু হয় জল্পনা।

2018 সালে জাহ্নবী বলিউডে ডেবিউ করেছিলেন শশাঙ্ক খৈতান (Shashank Khaitan) পরিচালিত ফিল্ম ‘ধড়ক’ -এর মাধ্যমে। এই ফিল্মটি ছিল মারাঠি ফিল্ম ‘সইরত’-এর রিমেক।

‘ধড়ক’-এ জাহ্নবীর বিপরীতে ছিলেন ঈশান খট্টর (Ishan Khattar)। ‘ধড়ক’-এর শুটিংয়ের সময় ঈশান ও জাহ্নবীর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। জাহ্নবীর মা শ্রীদেবী (Sridevi) জীবিত ছিলেন। তাঁর মতো ভুল জাহ্নবী যেন না করেন। ঈশানকে তাঁর কোনোদিন পছন্দ ছিল না। জাহ্নবী, ঈশানের সাথে বেশি মিশতেন না।

আরও পড়ুন -  Surya Grahan 2022: কোন রাশিতে কী প্রভাব পড়বে সূর্যগ্রহণে? অশুভ সংযোগ

হঠাৎই চলে যান শ্রীদেবী। মাকে হারিয়ে কার্যতঃ ভেঙে পড়েছিলেন জাহ্নবী। সেই সময় ঈশান দাঁড়িয়েছিলেন তাঁর পাশে। তাঁর উৎসাহেই নতুন করে ‘ধড়ক’-এর শুটিং শুরু করেন জাহ্নবী। কলকাতার বুকে ‘ধড়ক’-এর শুটিংয়ের সময়ও দেখা গেছে জাহ্নবীর পাশে রয়েছেন ঈশান। শুরু হয়েছিল জাহ্নবী ও ঈশানের বন্ধুত্ব যা এখনও বজায় রয়েছে। ‘ধড়ক’-এর পর ‘খালি পিলি’-র শুটিংয়ের সময় ঈশানের জীবনে এসেছিলেন অনন্যা পান্ডে (Ananya Pandey)। সম্প্রতি তাঁদের ব্রেক-আপ হয়েছে। তবে একসাথে ‘ধড়ক’-এ অভিনয়ের সেই দিনগুলি এখনও ভুলতে পারেননি জাহ্নবী। তাঁর মনের কোণে কোথাও জন্ম নিয়েছিল ঈশানের প্রতি ভালোবাসা বা ভালোলাগা।