বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।
বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা স্কোয়াডের সবাই জায়গা ধরে রেখেছেন এই সিরিজে।
দুই পেসার টেন্ডাই চাটারা ও ব্লেসিং মুজারাবানিকে পাচ্ছে না জিম্বাবুয়ে। তাদের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া অলরাউন্ডার টনি মুনিয়োঙ্গা ও পেসার তানাকা চিভাঙ্গা জায়গা ধরে রেখেছেন। পেস আক্রমণে শক্তি বাড়াতে নেয়া হয়েছে ভিক্টর নিয়াউচিকে।
আগামী শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। পরদিন দ্বিতীয় ও মঙ্গলবার হবে তৃতীয় ম্যাচ।
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলঃ ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাভা, তানাকা চিভাঙ্গা, লুক জঙ্গুয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিলন্টন শুম্বা, শন উইলিয়ামস। ছবি- সংগৃহীত।