পার্থ চ্যাটার্জিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল।
Partha Chatterjee, accused in West Bengal SSC recruitment scam, relieved of his duties as Minister in Charge of his Departments with effect from 28th July: Government of West Bengal pic.twitter.com/12Asu6b4L8
— ANI (@ANI) July 28, 2022
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তারির ৬ দিন পর পার্থকে সরিয়ে দেওয়া হল মন্ত্রিত্ব থেকে। পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে ইডি দুদিনে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে বিরোধীরা শুরু থেকেই পার্থর অপসারণের দাবি তুলেছিল।
মন্ত্রিসভার বৈঠক ডাকে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই সকলের নজর ছিল কি হতে চলেছে। প্রাথমিক প্রশ্ন উঠছিল, আজ পার্থকে নিয়ে কোন সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা? বৈঠকের কিছুক্ষণ পরেই নবান্ন’র তরফে জানিয়ে দেওয়া হয়েছে পার্থকে অপসারণের কথা।
রাজ্যে একাধিক দায়িত্ব ছিলেন পার্থ। পরিষদীয়, শিল্প ও বাণিজ্য এবং তথ্য প্রযুক্তি বিভাগ ছিল তাঁর হাতে। সব বিভাগ থেকেই সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে।