জার্সি উদ্বোধনে পাঠচক্র

Published By: Khabar India Online | Published On:

শিখা দেব, কলকাতাঃ   জার্সি উদ্বোধনে পাঠচক্র।

কলকাতা ময়দানে পাঠচক্র একটা নাম। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা এক ঝাঁক তরুণ ফুটবলাররা প্রতিদিন অনুশীলনের মধ্যে দিয়ে নিজেদের তৈরি করছেন কোচ লাল কমল ভৌমিকের প্রশিক্ষণে। পাঠচক্র এবারে কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার বি ডিভিশনে খেলবে। তার আগে প্রেস ক্লাবে চলতি মরশুমের জন্যে জার্সি উদ্বোধন করলেন সভাপতি নিলীমেশ রায় চৌধুরী, আই এফ এ সচিব অনির্বাণ দত্ত,সঞ্জয় সেন,কোচ স্টিভ,লালকমল ভৌমিক,কুন্তলা ঘোষ দস্তিদার,নবাব ভট্টাচার্য ও নাসিম আকতার। পাঠচক্র ক্লাবকে স্পনসর করছে মামনি আশিয়ানা গ্রুপ। বিনিয়োগকারী সংস্থার কর্ণধার নাসিম আকতার বলেন, ফুটবল আমার প্রিয় খেলা। ছোটো ছোটো টুর্নামেন্টে অর্থ দিলেও ভেবেছিলাম একটা নামী দলের সঙ্গে যুক্ত হওয়া প্রয়োজন। সেই ইচ্ছা পূরণ করতে এবং ফুটবলের উন্নতিতে পাশে থাকা।

আরও পড়ুন -  West Bengal Government Scheme: প্রতি বছর ১০ হাজার টাকা রাজ্য সরকারের এই প্রকল্পে পেয়ে যান, জানুন কিভাবে?

সৌজন্যে।