Singapore: গোটাবায়া, সিঙ্গাপুরে থাকতে পারবেন ১১ অগাস্ট পর্যন্ত

Published By: Khabar India Online | Published On:

শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে আরও ১৪ দিন সিঙ্গাপুরে থাকার অনুমতি পেয়েছেন।

বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

কলম্বো ও সিঙ্গাপুরের পৃথক এই সূত্রদ্বয় রয়টার্সকে জানায়, ব্যক্তিগত সফরে দুই সপ্তাহ আগে সিঙ্গাপুরে আসা রাজাপাকসের জন্য ইস্যু করা স্বল্পমেয়াদী ভ্রমণ পাসের মেয়াদ বাড়ানো হয়েছে। মেয়াদ বাড়ানোর ফলে রাজাপাকসে ১১ অগাস্ট পর্যন্ত সিঙ্গাপুরে থাকতে পারবেন।

আরও পড়ুন -  Web Series: শ্বশুরের সব মনের ইচ্ছা পূরণ করলেন পুত্রবধূ, এই ঘনিষ্ঠ দৃশ্যের সিরিজ দেখা যাবে না বাচ্চাদের সামনে

রয়টার্স জানায়, সিঙ্গাপুরের ইমিগ্রেশন ও চেকপয়েন্টস কর্তৃপক্ষকে মেয়াদ বাড়ানোর এই বিষয়টি নিশ্চিত করার অনুরোধে জানানো হলেও তারা সাড়া দেয়নি।

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে প্রথমে প্রতিবেশী মালদ্বীপে গিয়েছিলেন রাজাপাকসে, একদিন পর ১৪ জুলাই সেখান থেকে সিঙ্গাপুর চলে যান তিনি। পরে সিঙ্গাপুর থেকে পাঠানো পদত্যাগপত্রে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ ছাড়েন তিনি।

আরও পড়ুন -  Expensive Cities: সিঙ্গাপুর এবং নিউইয়র্ক, সবচেয়ে ব্যয়বহুল শহর, বিশ্বে