24 C
Kolkata
Thursday, May 9, 2024

Hair Straight: মেথি সোজা রাখবে চুল

Must Read

চুল সৌন্দর্যকে ধরে রাখার জন্য প্রয়োজন বিশেষ যত্ন। অনেকেই চুল সোজা এবং সিল্কি রাখার জন্য রিবংডিং করে। নানান রকম হিট ট্রিটমেন্ট নিয়ে থাকি, এটা চুলের জন্য ক্ষতিকর।

হিট ট্রিটমেন্ট এবং পার্লারের ঝামেলা ছাড়াই ঘরোয়া ভাবেই চুল সোজা এবং সিল্কি করতে পারবেন মেথি দিয়ে।

আরও পড়ুন -  Hair Thick: ঘন চুল এবং সৌন্দর্য আরও ভালো করার উপায়

আমরা মেথি সম্পর্কে জানি। মেথি হল একটি বর্ষজীবী পাতার গাছ। অনেকেই শখ করে মেথির শাক খেয়ে থাকে।

 ওষুধ তৈরিতেও এর ব্যবহার দেখা যায়। মেথির বিজ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হেয়ার প্যাক আপনার হারিয়ে যাওয়া চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।

আরও পড়ুন -  Schools Opened: অবশেষে রাজ্যের স্কুল খুলেছে

মেথি দিয়ে হেয়ার প্যাক তৈরি করার জন্য সারারাত মেথি জলেতে ভিজিয়ে রাখুন। পরদিন মেথি বেটে অথবা ব্ল্যান্ড করে পেস্ট করতে হবে।

 মেথি বাটা চুলের গোড়া সহ সমস্ত চুলে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। সাথে ২ চামচ টক দই মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে করে আরও ভালো উপকার পাবেন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ভালো করে চুল পরিষ্কার করে নিন। সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করবেন।

আরও পড়ুন -  Tanushree Bhattacharya: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই নতুন অতিথির আগমন

মেথির এই হেয়ার প্যাক চুল সোজা এবং সিল্কি করার পাশাপাশি চুল অকালে পেকে যাওয়ার সমস্যা রোধ করতে সাহায্য করে।

Latest News

Bhojpuri: সুন্দরী দুই নায়িকার সাথে কামুক রোম্যান্সে মেতেছেন অভিনেতা দিনেশ লাল যাদব, তারপর ঝড়ের আগে ভিডিও ভাইরাল

Bhojpuri: সুন্দরী দুই নায়িকার সাথে কামুক রোম্যান্সে মেতেছেন অভিনেতা দিনেশ লাল যাদব, তারপর ঝড়ের আগে ভিডিও ভাইরাল।  ভোজপুরী ভিডিও সংঃ ভোজপুরী...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img