প্রথম ম্যাচে আজ (সোমবার) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বয়সভিত্তিক জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো দেশের প্রতিনিধিত্ব করবেন বাফুফে এলিট একাডেমির ফুটবলাররা। ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যায়।
ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। লঙ্কানদের বিপক্ষে জয় দিয়েই আসর শুরু করতে চায় বাংলাদেশ অধিনায়ক তানভীর হোসেন।
গত বছরের আগস্টে বাফুফের এলিট একাডেমিতে শুরু হয়েছিলো যাত্রা। প্রায় এগারো মাস নিজেদের গড়েছেন তানভীর-পিয়াস-মঈনরা। সেই পরিশ্রমের প্রমাণ দেয়ার পালা। ভুবনেশ্বর কালিঙ্গা স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে ইতিহাস গড়তে চায় দলটা। যদিও প্রতিপক্ষ সম্পূর্ণ অচেনা। তবে গত এক বছর ধরে একসঙ্গে খেলা দলটা টিম কম্বিনেশন ধরে রেখেই লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিতে চায়।
দুদিনের অনুশীলন সেশন সেরেছে টিম বাংলাদেশ। বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা আছে এই দলের অনেকেরই। তার ওপর এই টুর্নামেন্টে সবশেষ আসরে ফাইনাল খেলেছে বাংলাদেশ। নিজেদের ফেবারিট মনে করছে না বাংলাদেশের ব্রিটিশ কোচ পল স্মলি।