জড়িয়ে ধরলে, ৭ হাজার টাকা রোজগারের সুযোগ

Published By: Khabar India Online | Published On:

আলিঙ্গন, চলতি কথায় আমরা বলি জড়িয়ে ধরা বা জাপটে ধরা। কখনো মজার ছলে আমরা বলি, আয় ভাই বুকে আয়। মজা হোক বা আনন্দ বা উৎসব বা বেদনা যখন দুটো মানুষ একে অপরের জন্য কাঁধ ও বুক পেতে দেয় সেটাই হয়ে ওঠে আলিঙ্গন।

আরও পড়ুন -  মহারাষ্ট্র, পাঞ্জাব, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাডু এবং গুজরাটে দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান

এই দেশে অনেকে আবার ভ্যালেন্টাইন্স উইকে হাগ ডে ও সেলিব্রেট করে। একটু স্পর্শ, ছোঁয়া এবং আলিঙ্গনে বুকের অনেক ভার কমিয়ে দেয়। আলিঙ্গনের গুরুত্ব অনেক।

 ছোট বেলায় মা যখন বুকে জড়িয়ে ধরে আদর করে, মনে হয় ঘুম বুঝি ঝুপ করে চলে আসে। বড় হলে স্বামী বা স্ত্রী যখন একে অপরকে আলিঙ্গন করে তখন মনে হয় এটাই পরম শান্তি। মানুষ আজকাল খুব ব্যস্ত। মায়েরা কাজে ব্যস্ত, স্বামী স্ত্রীরা কাজে ব্যস্ত, কোথায় আলিঙ্গন?

আরও পড়ুন -  Devlina Kumar: পায়ে দাদ হয়েছে ! অদ্ভুত প্রশ্নে ট্রোলারকে সপাটে যোগ্য জবাব দেবলীনার

আজ এমন একজনের কথা জানানো হবে যিনি এই আলিঙ্গন পদ্ধতিকে ব্যবসায় রূপান্তর করেছেন। তার নাম হল – ট্রেভর হুটন (Trevor Hooton)। যিনি ট্রেজার নামে পরিচিত। তার ব্যবসা হল আলিঙ্গন সংযোগের মাধ্যমে “কাডল থেরাপি” প্রদান করা। ঘণ্টায় ৭,০০০ ভারতীয় টাকায় চার্জ করেন।

আরও পড়ুন -  LPG: দাম কমে গেল LPG গ্যাস সিলিন্ডারের, দামের তালিকা দেখুন