Basabdatta Chatterjee: অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় মা হলেন

Published By: Khabar India Online | Published On:

 অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee) মা হলেন। তার ও স্বামী অনির্বাণের কোলে এসেছে একটি ফুটফুটে কন্যা সন্তান।

নিউটাউনের এক হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে সুখবর দেন অভিনেত্রী। অভিনেত্রীর স্বামী নিজেই জানিয়েছেন এই সুখবর।

আরও পড়ুন -  Rani Mukherjee: রানি আবার কি মা হচ্ছেন?

২০১৮ সালে অনির্বাণের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী বাসবদত্তার। সিনে ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করেননি অভিনেত্রী। স্বামী পেশায় একজন সাংবাদিক। বিয়ের পরেও চুটিয়ে অভিনয় জগতে কাজ করেন। অবশেষে, বিয়ের প্রায় চার বছর পর তাদের ঘরে আসে লক্ষ্মী। আপাতত সন্তান ও মা দুজনেই সুস্থ আছে এবং নিরাপদে আছে।