Asia Cup: এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়, শ্রীলঙ্কার পক্ষে

Published By: Khabar India Online | Published On:

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে শেষ পর্যন্ত এশিয়া কাপ আয়োজনে করতে পারবে না বলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

আরও পড়ুন -  Twitter: চুক্তি বাতিল করছেন মাস্ক, টুইটার

বৃহস্পতিবার এসিসি-র তরফে জানানো হয়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তাদের দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তার মধ্যে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়। ওদের বিদেশি মুদ্রারও সঙ্কট রয়েছে। এই অবস্থায় ছয়টি দেশকে নিয়ে শ্রীলঙ্কায় বড় প্রতিযোগিতা ওরা আয়োজন করতে পারবেন না।

আরও পড়ুন -  Sri Lanka: বিশ্বকাপ দল ঘোষণা শ্রীলঙ্কার

টি-টোয়েন্টি সংস্করণে আয়োজিত হবে এবারের এশিয়া কাপ। নিজেদের মাটিতে টুর্নামেন্টটি আয়োজন করতে না পারলেও অফিশিয়াল আয়োজক হিসেবেই থাকবে শ্রীলঙ্কা। দুবাই ও শারজায় ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে এর আগে জানিয়েছিল, ইএসপিএন-ক্রিকইনফো।

আরও পড়ুন -  Hina Khan: উন্মুক্ত নিম্নাঙ্গ, নজর কাড়লেন হিনা খান