Sonia Gandhi: কংগ্রেসকর্মীদের বিক্ষোভ, সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে

Published By: Khabar India Online | Published On:

ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংশ্লিষ্ট এক অর্থপাচার মামলায় সোনিয়া গান্ধীকে তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ইডি) জিজ্ঞাসাবাদের প্রতিবাদে বিক্ষোভ করেছে কংগ্রেসকর্মীরা।

সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে ‘জেড প্লাস’ক্যাটাগরির নিরাপত্তা সহযোগে সোনিয়া ছেলে রাহুল আর মেয়ে প্রিয়াংকাকে নিয়ে ইডির কার্যালয়ে হাজির হন। জিজ্ঞাসাবাদ শেষে বিকালের আগেই তিনি ওই কার্যালয় ছাড়েন।

আরও পড়ুন -  Sri Lanka: ভয়াবহ আর্থিক সংকট শ্রীলঙ্কায়! প্রেসিডেন্ট কে পদত্যাগ করতে হবে

 দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামানও ব্যবহার করতে হয়।

 কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শারীরিক জটিলতার কথা বিবেচনায় নিয়ে মেয়ে প্রিয়াংকাকে ইডি কার্যালয়ে প্রবেশ করার অনুমতি দেয়া হয়েছিল। তবে যেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রিয়াংকা সেই কক্ষ থেকে দূরেই ছিলেন।

আরও পড়ুন -  Viral: প্রকৃতির মাঝে সাদা শাড়িতে ‘পানি পানি’ গানে তুমুল নাচ, ভিডিও ভাইরাল

অর্থপাচার মামলায় রাহুলের পর সোনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদকে কংগ্রেস ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ অ্যাখ্যা দিয়েছে। দলীয় প্রধানের সমর্থনে দেশজুড়ে তাদের বিক্ষোভ থেকে একাধিক নেতাকে গ্রেপ্তারেরও খবর পাওয়া গেছে। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Iran: ইরানি কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা