Adah Sharma: আদা শর্মা, রাস্তায় সব্জি বেচছেন, এমন কি হলো ?

Published By: Khabar India Online | Published On:

‘হাসি তো ফাঁসি’ ফিল্মে পরিণীতি চোপড়া (Patineeti Chopra)র পাশাপাশি নজর কেড়েছিলেন আরও এক অভিনেত্রী, আদা শর্মা (Adah Sharma)। বড় দিদির চরিত্রে অভিনয় করেছিলেন আদা। হঠাৎই আদাকে দেখা গেল, আধ ময়লা শাড়ি পরে রাস্তার ধারে সব্জি বিক্রি করছেন।

আরও পড়ুন -  ICC T20 World Cup 2024: টি টোয়েন্টি বিশ্বকাপে কারা জায়গা পেলেন? রইল টিম তালিকা

 অনেকেই চমকে গিয়েছিলেন এই দৃশ্য দেখে। গীতাঞ্জলি নাগপাল (Geetanjali Nagpal)এর ঘটনা সকলেরই জানা। বিখ্যাত মডেল ছিলেন গীতাঞ্জলি। ধীরে ধীরে ড্রাগের নেশায় ডুবে গিয়েছিলেন। ঘিরে ধরেছিল আর্থিক সমস্যা। পরবর্তীকালে রাস্তায় এসে দাঁড়ান গীতাঞ্জলি। পরে তাঁকে উদ্ধার করে একটি এনজিও। কিন্তু আদার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আদা শুটিং করছিলেন একটি ফিল্মের। ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jamwal)।