বিয়েতে উপহার হিসেবে নতুন কনে-কে কি উপহার দিবেন তাই নিয়ে ভাবছেন? বিয়েতে কনে-কে দিতে পারেন এমন কিছু উপহার যা পেয়ে কনে খুশিও হবে পাশাপাশি আপনার দেয়া উপহার তার কাজেও লাগবে।
নতুন কনে-কে শাড়ি উপহার দিতে পারেন। নতুন বউয়ের জন্য শাড়ি হবে একটি দারুণ উপহার। বিয়ের পর নানান রকম অনুষ্ঠানে নতুন বউ অধিকাংশ সময় শাড়িই পড়েন। শাড়ি হতে পারে নতুন বউয়ের জন্য একদম পারফেক্ট উপহার। এছাড়া সালোয়ার-কামিজের আনস্টিচ সেটও হতে পারে নতুন বৌয়ের জন্য ভালো একটি উপহার। জমকালো কাজের পোশাক উপহারের জন্য বেছে নিতে পারেন।
উপহার হিসেবে দিতে পারেন মেকআপ কিট। যা পেয়ে কনে বেশ খুশিও হবে এবং কনের কাজেও লাগবে। মেকআপ লিষ্ট-এ রাখতে পারেন লিপষ্টিক, আইশ্যাডো, মাশকারা ও নেইলপালিশ ইত্যাদি। এছাড়াও বাজারে অনেক মেকআপের ফুল কিট কিনিতে পাওয়া যায়।
কনেকে বিয়েতে উপহার হিসেবে গহনা দিতে পারেন। বাজেট বেশি হলে স্বর্ণের একটা নাকফুল, অথবা স্টাইলিশ একজোড়া কানের দুল দিতে পারেন। সীমিত বাজেটের মধ্যে দিতে পারেন সিটি গোল্ডের গয়না। বর্তমানে নিত্য ব্যবহারের জন্য সিটি গোল্ড বেশ জনপ্রিয়। নুপুর অথবা পায়েল দিতে পারেন।
বাজারে গহনার নানান রকম সুন্দর বক্স পাওয়া যায়। সেগুলো উপহার হিসেবে দিতে পারেন নতুন কনে-কে। বিয়ের পরপর কদিন গয়নাগাটি একটু বেশিই পড়েন।
উপহার হিসেবে পার্স ব্যাগ উপহার করতে পারেন।