World Emoji Day: ভাষার ব্যবহার কমছে ইমোজি’র বন্যায়

Published By: Khabar India Online | Published On:

 ১৭ জুলাই পালিত হয় ‘ওয়ার্ল্ড ইমোজি ডে’। প্রথম পালিত হতে শুরু হয় ২০১৪ সালে। সেই হিসেবে এ বছরটি ইমোজি ডে পালনের অষ্টমতম বছর।

 ভাষা গত কয়েক বছরে বিপুল ভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। ভাষার ব্যবহার কমছে, ব্যবহারের ধরন বদলাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে স্মার্টফোনের দৌলতে মানুষে-মানুষে যোগাযোগের মাত্রাটাও অন্য স্তরে পৌঁছছে। সেই মাত্রায়  যোগ করেছে মোবাইলের টেক্সট, টেক্সটের সঙ্গে জুড়ে থাকা ইমোজি ইত্যাদি।

আরও পড়ুন -  Sourav Ganguly: চাঞ্চল্যকর মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী, বিরাটের উদ্দেশ্যে

এ কথা ঠিক, এমন অনেক রকম মুহূর্ত আসে যখন ঠিক চলতি ভাষায় মনের ভাব যেন প্রকাশ করা যায় না। তখন একটা ছোট্ট ইমোজি অনেক ভাব প্রকাশ করে। ইমোজি ভাব প্রকাশের ক্ষেত্রে খুবই শক্তিশালী এক হাতিয়ার। বরং বলা চলে, ইমোজি এসে টেক্সট লিংগোর ধরনটাই বদলে গেছে।

আরও পড়ুন -  Terrible Fire: দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

 কয়েকটি ইমোজির জনপ্রিয়তা খুবই। যেমন, ‘স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ’, ‘হার্ট’, ‘টিয়ার্স অফ লাউটার’, ‘বার্থ ডে কেক’ ইত্যাদি।