খাদ্য ও জ্বালানির ঘাটতিসহ সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি শ্রীলঙ্কা। অর্থনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কার জনসাধারণকে জ্বালানি এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহে একটি জরুরি ত্রাণ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শনিবার মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া আগস্টে যে বাজেট পেশ করা হবে সেখান থেকে ত্রাণের জন্য অতিরিক্ত অর্থ ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খাদ্য নিরাপত্তা কর্মসূচি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ীদের বিনা বাধায় ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে।
আলোচনাকালে বিক্রমাসিংহে বলেন, দুর্নীতি দমনে কী ব্যবস্থা নেয়া হচ্ছে সে বিষয়ে নেতাকর্মী এবং জনগনকে অবহিত করা হবে।
বৈঠকে বিক্রমাসিংহের একটি বিশেষ বিবৃতিতে বলেন, যেহেতু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদ থেকে পদত্যাগ করেছেন, সংবিধান অনুযায়ী আগামী সপ্তাহে সংসদ বৈঠক করবে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের পদক্ষেপ নেবে।
ব্যপক বিক্ষোবের মুখে দেশ থেকে পালিয়ে গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন।