Maa Durga: মা দূর্গার ভূমিকায় মিঠাই, জি বাংলায়

Published By: Khabar India Online | Published On:

 আগমনীর বার্তা শুরু হয়ে গিয়েছে চারিদিকে। কান পাতলেই পুজো পুজো রব। পুজো মানেই মহালয় নিয়ে সকলের মনে উৎসাহ তৈরি হয়। দর্শকরা প্রতিবারই অপেক্ষায় থাকেন মহালয়াতের দুর্গার ভূমিকায় তাদের পছন্দের অভিনেত্রীকে দেখার জন্য। প্রতিবছরের ন্যায় এ বছরেও কে,কোন চ্যানেলে দেবী দূর্গার ভূমিকায় অভিনয় করতে চলেছেন তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে উত্তেজনা।

আরও পড়ুন -  মকর সংক্রান্তিতে মুকেশ আম্বানির বিশেষ উপহার, Jio-র ২০০ দিনের সাশ্রয়ী আনলিমিটেড 5G রিচার্জ প্ল্যান!

গতবার জি বাংলার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ওরফে মিঠাই কমলে কামিনী সেজেছিলেন। তবে দর্শকদের ইচ্ছে ছিল যে তাকে দুর্গার ভূমিকায় দেখার। সেই ইচ্ছাই পূরণ হতে চলেছে বলে আশা করা হচ্ছে।

সূত্র অনুসারে জানা যাচ্ছে যে, চলতি বছর মহিষাসুরমর্দিনীতে মা দুর্গার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সৌমিতৃষা কুন্ডুকে। এই খবর পাওয়া মাত্র দর্শকদের মধ্যে আনন্দের শেষ নেই।

আরও পড়ুন -  Bollywood Actress’s Look: দুর্গাপূজোয় বলি অভিনেত্রীদের চোখ ধাঁধানো কিছুঝলক

 খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বয়ং মিঠাই নিজের স্টোরিতে শেয়ার করেছেন যা দেখে সাধারণ মানুষ অনুমান করছেন যে এই খবরটা একদম সত্যি। মিঠাইয়ের একজন অনুরাগী মিঠাইয়ের মা দুর্গার সাজে ছবি পোস্ট করেছেন আর মিঠাই সেটা শেয়ার করেছে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

আরও পড়ুন -  Shreya Ghoshal: ছেলেকে প্রকাশ্যে আনলেন শ্রেয়া ঘোষাল

পাশাপাশি জানা যাচ্ছে যে, গত বছরের ন্যায় চলতি বছরেও মহাদেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রুবেল দাস তথা যমুনা ঢাকীর সংগীতকে। গত বছরেও মহাদেবের ভূমিকায় তাঁর নজরকাড়া অভিনয় মন ছুঁয়েছিল দর্শকে। ।

 চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।