ছবির পর্দায় আসছেন, অমিতাভ বচ্চনের নাতনি, নভ্যা

Published By: Khabar India Online | Published On:

 চমকদার ছবি তৈরি হচ্ছে বলিউডে। পাশাপাশি খুব দ্রুত অভিষেক ঘটছে নতুন মুখের।

এই নতুন মুখের মধ্যে সব থেকে বেশি দেখা যাচ্ছে তারকা সন্তানদের।

আগে দেখা গিয়েছে জাহ্নবী কাপুড়, সারা আলী খান ও অনন্যা পান্ডে এরা প্রত্যেকেই খুব দ্রুত বলিউডে প্রবেশ করেছেন। বলিউড বাদশার মেয়েও পা রেখেছেন।

আরও পড়ুন -  Cuba: আহত ১২১, নিখোঁজ ১৭, কিউবায় বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে

 শীঘ্রই মুক্তি পাবে সুহানা খানের ছবি জয়া আখতারের হাত ধরে। শোনা গিয়েছে অভিষেক ঘটছে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলির। তবে প্রথমে অভিষেক একটি বিজ্ঞাপনের।

অমিতাভ কন্যা শ্বেতার মেয়ে নভ্যাও ধরা দিচ্ছেন পর্দায়, অবশ্য নভ্যার অভিষেক এখন হলেও তার ফ্যান ফলোয়ার কোনো অংশেই অন্যদের তুলনায় কম নয়।

আরও পড়ুন -  ‘কালা পাত্থার’ ৪২ বছরের স্মৃতিচারণায় অমিতাভ বললেন, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা

তার অভিষেক এর খবর শুনে অনুরাগীদের মনে উত্তেজনা তৈরি হয়েছে।

নভ্যা নভেলি নন্দা পর্দায় প্রথম ধরা দিলেন একটি বহুজাতিক প্রসাধন সংস্থার বিজ্ঞাপনের হাত ধরে। আর তাতে সাড়াও ফেলেছে বেশ। এতে বচ্চন পরিবার ভীষণ রকম উচ্ছ্বসিত।

বিজ্ঞাপনটির একটি ঝলক নভ্যা শেয়ার করেছন আর তা দেখেই সবার কৌতূহল বেড়ে গিয়েছে উত্তেজনার সাথে।

আরও পড়ুন -  মুকুল রায় তৃণমূলে ফিরে আসবেন? সৌগত রায় এর কথার ইঙ্গিতে জল্পনা দানা বাধতে শুরু করেছে

নভ্যার এই প্রথম আত্মপ্রকাশে অভিনন্দন জানিয়েছেন নিজের পরিবার সহ বন্ধুবান্ধবরা।

বিনোদন দুনিয়ায় এই প্রথম এলেও নভ্যা নানান জনকল্যাণমূলক, সামাজিক কাজের সাথে যুক্ত আছেন বহুদিন থেকেই। ‘নভেলি’ ও ‘আরা’ নামে দুটি সংস্থার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি।