টেনিস কুইন মা হলেন

Published By: Khabar India Online | Published On:

সন্তানের মা হলেন টেনিস কুইন মারিয়া শারাপোভা। শুক্রবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে শারাপোভা তার বাগদত্তা এবং তার সন্তানের একটি ছবি পোস্ট করেন।

মারিয়া ২০২০ সালের ডিসেম্বরে ব্রিটিশ মিলিয়নেয়ার আলেকজান্ডার গিলকেস সঙ্গে বাগদান করেন।

আরও পড়ুন -  Election: প্রধানমন্ত্রী প্রার্থী মা হলেন, নির্বাচনের দুই সপ্তাহ আগে

৩৫ বছর বয়সী রাশান কুইন ইনস্টাগ্রামে তার সন্তানের সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে লিখেছেন, আমাদের ছোট্ট পরিবারের জন্য এটি একটি সুন্দর পুরস্কার। এর আগে নিজের ৩৫তম জন্মদিনে গর্ভাবস্থার খবর জানান মারিয়া শারাপোভা।

আরও পড়ুন -  Debika Mukherjee: ‘ছোট বউ’ দেবিকা মুখার্জী, কাকে দায়ী করলেন? নিজের ব্যর্থতার জন্য

২০২০ সালে টেনিস থেকে অবসর নেয়ার আগে টেনিস কোর্টে জিতেছেন ৩৬টি মেজর ট্রফি। তার মধ্যে রয়েছে দুবার ফ্রেঞ্চ ওপেন, একবার করে অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন এবং উইম্বলডন।

আরও পড়ুন -  মা হতে চান যামিনী, অরবিন্দের সন্তানের, ভোজপুরির এই গান জমে উঠছে তাঁদের গোপন রোম্যান্সে

ক্যারিয়ারে ৬৪৫ জয়ের বিপরীতে মারিয়া শারাপোভা হেরেছেন মাত্র ১৭১টি ম্যাচ।