Local Trains Cancelled: একাধিক লোকাল ট্রেন বাতিল, মেট্রো করিডরের কাজের জন্য

Published By: Khabar India Online | Published On:

ট্রেন যাত্রীদের জন্য খারাপ খবর। ভোগান্তি শুরু হবে শিয়ালদহ বজবজ লাইনে। জোকা এসপ্ল্যানেড এর মধ্যে মেট্রো রেলের কাজের জন্য বেশ কিছুদিন আংশিকভাবে বন্ধ থাকবে শিয়ালদহ এবং বজবজের মধ্যে রেল যোগাযোগ। জানা গিয়েছে, জোকা এবং ধর্মতলার মধ্যে মেট্রোরেল প্রকল্পের ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কাজ চলবে রাত সাড়ে ১১ টা থেকে ভোর সাড়ে ৩ টে পর্যন্ত। জুলাই মাসের ২১-২৩ তারিখ অবধি কাজ চলবে।

আরও পড়ুন -  Hair: রিবন্ডিং করা চুলের যত্ন, কি ভাবে নেবেন

আবার আগস্ট মাসে ১৭-২০ তারিখ পর্যন্ত মেট্রোর এই কাজ চলবে।

জানা গিয়েছে, মেট্রোর কাজের জন্য চারঘন্টার জন্য শিয়ালদহ এবং বজবজের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

জোকা এবং ধর্মতলার মধ্যে মেট্রোরেল করিডরে কাজের জন্য ২১ ও ২২ জুলাই এবং ১৬ ও ১৯ আগস্ট আংশিক ব্যাহত হবে শিয়ালদা বজবজ লোকাল ট্রেন পরিষেবা। এর জেরে ৩৪১৬৬ ও ৩৪১৬৫ লোকাল ট্রেন দুটি সংশ্লিষ্ট ওই দিনগুলিতে বন্ধ থাকবে।

আরও পড়ুন -  গেমারদের জন্য শক্তিশালী স্মার্ট ফোন লঞ্চ করল OnePlus, 24GB র্যামের সাথে

 ৩৪১৬৬ শিয়ালদহ বজবজ লোকাল ট্রেনটির সাধারণ দিনে রাত ১১ টার সময় শিয়ালদহ থেকে রওনা দিয়ে রাত ১১ টা ৪৮ মিনিটে বজবজে পৌঁছায়। অন্যদিকে, ৩৪১৬৫ বজবজ শিয়ালদহ লোকাল রাত ১১ টা ৫৬ মিনিটে বজবজ স্টেশন থেকে রওনা দিয়ে ১২ টা ৪৮ মিনিটের শিয়ালদহ স্টেশনে পৌঁছায়।

আরও পড়ুন -  ‘শোলে’ খ্যাত অভিনেতা বীরবল, ৮৪ বছর বয়সে প্রয়াত, শোকের ছায়া বলিউডে

জুলাই মাসের দুই দিন এবং আগস্ট মাসের চারদিন অর্থাৎ মোট ৬ দিন শিয়ালদহ বজবজ লাইনের দুই লোকাল ট্রেন সম্পূর্ণ বন্ধ থাকবে।