টাকার মান সর্বকালের সর্বনিম্ন, ডলারের বিপরীতে

Published By: Khabar India Online | Published On:

টাকার মান কমায় সর্বকালের সর্বনিম্ন দামে পৌঁছালো মুদ্রার মান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই নিয়ে মোট ২৬ বার কমলো মুদ্রার মান।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বুধবার বাজারে এক ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৮১, যা সর্বকালের রেকর্ড।

আরও পড়ুন -  Actress Jaya Ahsan: পর পর তিন বারের জন্য সেরা অভিনেত্রী জয়া আহসান, ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’

 ক্রমাগত ভারতীয় টাকার দাম কমছে। অন্যদিকে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মার্কিন ডলারের দাম। ডলারের এমন মূল্যবৃদ্ধির নেপথ্যের কারণ খুঁজতে এরই মধ্যে আর্থিক মহলে শুরু হয়েছে বিচার-বিশ্লেষণ।

চলতি বছরের শুরু থেকেই মূল্যস্ফীতির জন্য সমস্যায় রয়েছে ভারতীয়রা। অর্থনীতিবিদরা বলছেন, টাকার এই দরপতনের নেপথ্যে ইউক্রেন যুদ্ধ ছাড়াও একাধিক বাহ্যিক কারণ থাকতে পারে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের অভাবও আছে বলে মনে করছেন তারা।

আরও পড়ুন -  Nia Sharma: ফ্লাইং কিস নিয়া শর্মার বিছানায় শুয়ে, তাঁর ভক্তরা কি বললেন?

 চলমান মূল্যস্ফীতির কারণে সামগ্রিক অর্থনীতি, স্টক ও বন্ড বাজার ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। এর ফলে আমদানির তুলনায় বিনিয়োগ কমছে।

শুধু ভারত নয়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বিশ্ব অর্থনীতির চেহারা বদলে দিয়েছে। বিশ্বজুড়ে রাজনৈতিক সংকটের কারণে প্রায় চার থেকে সাত শতাংশ পতন ঘটেছে মুদ্রার। সেটি প্রভাবিত করেছে সামগ্রিক অর্থবাজারকে।

আরও পড়ুন -  টোটো (Toto) নিয়ে বিতর্ক দিন দিন তীব্র হচ্ছে, এবার কড়া প্রশাসন!