Sri Lanka: প্রধানমন্ত্রীর বাসভবনে সংঘর্ষ, আহত ১০, শ্রীলঙ্কায়

Published By: Khabar India Online | Published On:

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিতে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে এক নারীসহ আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন -  দুই কোটির বেশী কোভিডের জন্য নমুনা পরীক্ষা করে দেশে নতুন নজির

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে আহত হওয়ার এই ঘটনা ঘটে। এর আগে গতকাল সোমবার  রাত পৌনে তিনটের দিকে সংঘর্ষ শুর হয়।

চিকিৎসার জন্য এক নারীসহ ১০ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কলম্বো ন্যাশনাল হসপিটালে (সিএনএইচ) ছয়জনকে ভর্তি করা হয়।

আরও পড়ুন -  ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত যুবতী পঞ্চায়েত প্রধানের সঙ্গে, সাহসিকতার সব সীমা অতিক্রম করলো ওয়েব সিরিজটি

ছয়জনের মধ্যে দুজন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার পর ছাড়া পেয়েছেন। অন্যদের মধ্যে আরও দুজন বহির্বিভাগে চিকিৎসাধীন। সংঘর্ষে মোট কতজন আহত হয়েছেন, তা জানায়নি ডেইলি মিরর।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় বিক্ষোভ জোরালো হলে গত শনিবার পদত্যাগের ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, সব দলের অংশগ্রহণে সরকার গঠনে তিনি পদত্যাগ করবেন। তবে এরপরও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসবভনে অবস্থান করছেন। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  বিগ বি'র আরোগ্য কামনায় রুদ্র অভিষেক করে মাড়ওয়ারি যুব মঞ্চ