Lifestyle: মেয়েদের গোপনাঙ্গে বর্ষাকালে চুলকানি, ঘরোয়া টিপস করে দেখুন

Published By: Khabar India Online | Published On:

 বৃষ্টি শুরু হওয়া মানেই ঘরে পোকার উপদ্রব শুরু। কেন্নো, পিঁপড়া, মশা, এবং কেঁচো ইত্যাদি নানান পোকামাকড় ঘরে আসে। জামা কাপড় শুকোতে চায় না, চারিদিক স্যাঁতস্যাঁতে থাকে। এই সময় মেয়েদের সমস্যা বেশি বৃদ্ধি পায়। মেয়েদের কিছু গোপন সমস্যা।

আরও পড়ুন -  আজ ১৯শে ডিসেম্বর (৩রা পৌষ) রবিবার, রাশিফল দেখুন

মেয়েদের যৌনাঙ্গ সব সময় পরিষ্কার রাখা উচিত। বিশেষত বর্ষা ও গরম কালে। এখন বর্ষার সময় তাই বর্ষাকালে কি কি সমস্যা হতে পারে জেনে নিন।

 বর্ষার সময় তাপমাত্রার পরিবর্তনের কারণে গোপনাঙ্গে ব্যাকটেরিয়া ও ছত্রাক বাসা বাঁধে। আচমকা চুলকানি, লাল হয়ে যাওয়ার মতন সমস্যা দেখা দেয়। এই সময় গোপন জায়গার পি এইচ লেভেল কমে যায়, ফলে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। এই সমস্ত ব্যাকটেরিয়ার কারনে দুর্গন্ধ তৈরি হয়।

আরও পড়ুন -  "আপনার জীবনকে পরিবর্তন করতে পারে একটি সহজ পদক্ষেপ!"