29 C
Kolkata
Tuesday, May 14, 2024

Slap Blatter: স্লেপ ব্লাটার নির্দোষ প্রমাণিত, ফিফার প্রাক্তন সভাপতি

Must Read

ফিফার প্রাক্তন সভাপতি স্লেপ ব্লাটার ও প্রাক্তন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ থেকে অব্যহতি দিয়েছেন সুইজারল্যান্ডের একটি আদালত।

সিএনএন ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ থেকে তাদের খালাস দেয়া হয়। সুইস প্রসিকিউটরদের অভিযোগ ছিল, ২০১১ সালে প্লাতিনিকে বেআইনিভাবে ২০ লাখ ইউরো প্রদান করেছিলেন স্লেপ ব্লাটার।

আরও পড়ুন -  রসায়ন ভালো, আবারও ছোটপর্দার, চারু-আর্য

 ব্লাটার দাবি করেন ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত করা একটি কলসানটেসি কাজের মজুরি হিসেবে প্লাতিনিকে এই অর্থ দিয়েছিলেন।

প্রাথমিকভাবে গত নভেম্বরে তাদেরকে অভিযুক্ত করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। গত জুনে শুরু হয় বিচারকার্য।

আরও পড়ুন -  Haryanvi Dance: রচনা তিওয়ারির নাচ ৪৪০ ভোল্ট, নীল স্যুট পরে সিল্কি-সিল্কি নাচলেন

দোষী সাব্যস্ত হলে তাদের জেল বা জরিমানা হতে পারতো। শুরু থেকে অবশ্য কোনোরকম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন ব্লাটার ও প্লাতিনি।

সুইজারল্যান্ডের দক্ষিণের শহর বেলিনজোনার ফেডারেল ক্রিমিনাল কোর্টের রায়ে ব্লাটার নির্দোষ প্রমাণিত হন।

অন্যদিকে জালিয়াতির অভিযোগ থেকে খালাস পান প্লাতিনি।

 সুইজারল্যান্ডের আদালত এমন রায় দেয়ার পর বিষয়টি নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ফিফা। তারা জানিয়েছে, বিস্তারিত জানার পর তারা বিষয়টি নিয়ে কথা বলবে।

আরও পড়ুন -  International Calcutta Book Fair: ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বই মেলা অনুষ্ঠিত হবে, যার উদ্বোধন আগামী ৩১শে জানুয়ারি ২০২২

রায় শুনতে আদালতে প্রবেশ করার আগে ব্লাটার বলেন, আমি পুরো জীবনে নির্দোষ না। কিন্তু এই বিষয়টিতে আমি নির্দোষ। তাছাড়া তিনি জানিয়েছে, তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, এই লড়াইয়ে জয় পেয়েছেন।

Latest News

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি।  ডিজিটাল দিনে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img