নিজস্ব সংবাদদাতা, কালিয়াগঞ্জঃ পথভোলা নাবালিকা শিশু কন্যাকে উদ্ধার কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশের তৎপরতায়।
উদ্ধারের পর প্রমানের সাথে ছাত্রী আবাসনের কর্তৃপক্ষের হাতে তুলে দিল উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাফিকের কর্মরত সিভিক ভলেন্টিয়ার কালিয়াগঞ্জ শহরের কুনোর মোড় এলাকায় ওই শিশুটিকে ঘোড়া ফেরা করতে দেখতে পান,তখন তাদের রীতিমত সন্দেহ হয়। এরপর ওই শিশু কন্যাকে জিজ্ঞাসাবাদ করে কোন প্রকার সঠিক উত্তর দিতে পারেনি ওই নাবালিকা। এরপর কালিয়াগঞ্জ থানার ট্রাফিক অফিসে নিয়ে আসে হয় তাকে। এরপর পুলিশের পক্ষ থেকে খোজ খবর নিয়ে জানতে পাড়া যায় নাবালিক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের অধিন কুনোর সেন্ট মেরীস ছাত্রী আবাসনের ছাত্রী।
নাবালিকার নাম রাজমনি মার্ডি ,নাবালিকা ওই আবাসনে থেকেই পড়াশোনা করে।।কোন কারণে পথ ভুলে নাবালিকা কালিয়াগঞ্জ শহরে চলে আসে। এরপর পড়ে সেন্ট এরোস ছাত্রী আবাসনের কর্তৃপক্ষ উপযুক্ত প্রমান দিয়ে নাবালিকাকে নিয়ে যায় আবাসনে।পুলিশের উদ্যোগকে সাধুবাদ দেয় কালিয়াগঞ্জের বাসিন্দারা।