28 C
Kolkata
Wednesday, May 22, 2024

Low Quality Work: নিম্নমানের কাজের অভিযোগে, সাব সেন্টারের কাজ আটকে দিল স্থানীয়রা

Must Read

নিজস্ব সংবাদদাতা, ময়নাগুড়িঃ   নিম্নমানের কাজের অভিযোগে,সাব সেন্টারের কাজ আটকে দিল স্থানীয়রা।

ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের তরফে কাজ শুরু হয়েছে দোমোহনী সাব সেন্টারের। কাজ নিম্ন মানের হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সেই অভিযোগে স্থানীয়রা এক হয়ে কাজ বন্ধ করে দেন। জানা গেছে আনুমানিক ১৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সেন্টারটি। কিন্তূ সেখানে কাজে ব্যবহৃত বালি, পাথর সহ বিভিন্ন সরঞ্জাম কম পরিমাণে দিচ্ছেন,এই অভিযোগ বারে বারে উঠছে। স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করে কাজ বন্ধ করে দেন। স্থানীয়রা জানান, সঠিক ভাবে কাজ না করলে এই কাজ তারা কিছুতেই করতে দেবেন না। ঘটনার খবর পেয়ে ঘটনস্থালে যান ময়নাগুড়ি বিডিও অফিসের ইঞ্জিনিয়ার দেবাশীষ রায়।

আরও পড়ুন -  ফুটে উঠছে শরীরের জেল্লা, মোহময়ী অভিনেত্রী দর্শনা বনিক

 তিনি সেখানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেন। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুশান্ত দাস বলেন, সকালে এসে আমরা দেখলাম ছাদ ঢালাই কাজ চলছে। কিন্তূ তাতে বেশ কিছু সমস্যা থাকায় ইঞ্জিনিয়ারকে ফোন করে কাজ বন্ধ করে দেই। এরপর ইঞ্জিনিয়ার এসে সেই সমস্যা গুলি দেখতে পান । তিনিও কাজ বন্ধ রাখতে বলেন।যদিও কাজের পুরো বিষয় ইঞ্জিনিয়ার খতিয়ে দেখার পরেই কাজ শুরু হবে বলে জানান ইঞ্জিনিয়ার দেবাশীষ রায়।

আরও পড়ুন -  বীর চিলারায়ের জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ

Latest News

Bullet Train: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়!

বুলেট ট্রেন: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়! ভারতীয় রেলের উন্নতিতে নতুন অধ্যায়! দ্রুতগামী ট্রেনের মাধ্যমে যাত্রীদের সময় বাঁচাতে দীর্ঘদিন ধরে কাজ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img