Electric Scooter: হিন্দুস্তান মোটরস ইলেকট্রিক স্কুটার আনছে

Published By: Khabar India Online | Published On:

ইলেকট্রিক গাড়ির জগতে প্রবেশ করতে যাচ্ছে অ্যাম্বাসেডর নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান মোটরস। ইতোমধ্যে এই বিষয়ে ইউরোপের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সংস্থাটি। যদিও আগামী বছরের আগে হিন্দুস্তান মোটরসের ইলেকট্রিক স্কুটার বাজারে আসার সম্ভাবনা নেই।

আরও পড়ুন -  তিনদিন ধরে বন্ধ পানীয় জল পুরাতন মালদা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে

সম্প্রতি সংস্থাটির ডিরেক্টর উত্তম বোস এক বার্তায় ইলেকট্রিক স্কুটার লঞ্চের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী অর্থবছরের শেষের দিকে হয়তো হিন্দুস্তান মোটরস নির্মিত ইলেকট্রিক টু-হুইলার বাজারে আসবে। শুধু স্কুটারই নয়, চার চাকার ইলেকট্রিক গাড়ি তৈরির পরিকল্পনাও রয়েছে আমাদের।

আরও পড়ুন -  Volodymyr Zelensky: ভলোদিমির জেলেনস্কি বরখাস্ত করলেন পাঁচ রাষ্ট্রদূতকে

আরও জানান, এই প্রকল্প বাস্তবায়নে উত্তরপাড়ার কারখানা নতুন করে নির্মাণ করা হবে। প্রতিষ্ঠানটি তাদের অনেক কার্যক্রমেও পরিবর্তন আনবে।

উল্লেখ্য, অ্যাম্বাসেডরের চাহিদা কমে যাওয়ায় ২০১৪ সালে হিন্দুস্তান মোটরসের উত্তরপাড়ার কারখানা বন্ধ করে দেয়া হয়। পরে ফরাসি অটোমোবাইল সংস্থা পাউজাইটের কাছে ‘অ্যাম্বাসেডর’ ব্র্যান্ড বিক্রি করে দেয় হিন্দুস্তান মোটরস অটোমোবাইল সংস্থা। ছবি: সংগৃহীত।

আরও পড়ুন -  Indian Railways: দিল্লি থেকে বিহার পৌঁছাবেন মাত্র ৬০ মিনিটে, প্রযুক্তির খেলায় মেতে উঠেছে পুরো বিশ্ব