চিকিৎসক দিবসে মানুষের সেবায় নিয়েজিত হলেন, উডল্যান্ডস সুপার স্পেসালিটি হাসপাতাল

Published By: Khabar India Online | Published On:

কলকাতার উডল্যান্ডস সুপার স্পেসালিটি হাসপাতাল আজ চিকিৎসক দিবসে মানুষের সেবায় নিয়েজিত হলেন।

সত্যজিৎ চক্রবর্তী, কলকাতাঃ   উডল্যান্ডস সুপার স্পেসালিটি হাসপাতাল আজ চিকিৎসক দিবসে মানুষের সেবায় নিবেদিত প্রাণ চিকিৎসক সমাজকে কুর্ণিশ জানায়। নিজেদের ব্যক্তিগত জীবনকে দূরে রেখে তাঁরা রুগীর সেবায় নিজেদের জীবনের সেরা সময়টা ব্যয় করেন দিনের পর দিন রেগুলার হেল্থ চেক আপের প্রেসক্রিপশন করেন কিন্তু নিজের স্বাস্থ্য পরীক্ষার কথা মনেও আনেন না।এই নিবেদিত প্রাণ মানুষদের কথা মনে রেখে কোনো বিপদ বা অসুস্থতাকে অঙ্কুরে বিনাস করতে শহরের প্রধান হাসপাতাল উডল্যান্ড নিয়ে এল চিকিৎসক দের জন্য ফ্রি হার্ট চেক আপ প্যাকেজ। আজ থেকে আগামী ১৪ই জুলাই পর্যন্ত এই প্যাকেজের সুযোগসকল এম বিবিএস ডাক্তার বাবুদের জন্য খোলা থাকবে।

আরও পড়ুন -  Sushant Singh Rajput : রাখী বন্ধন উৎসবের দিন প্রিয় ভাইকে মিস করছেন বড় দিদি শ্বেতা, শৈশবের অদেখা ছবি পোস্ট

ফ্রি হার্ট চেক আপ প্যাকেজের মধ্যে থাকছে সিবিসি, ব্লাড সুগার (এফ), ব্লাড সুগার (পিপি), সিরাম ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, লিপিড প্রোফাইল, ALT/SGPT, AST/SGOT, ইউরিন R/E, ECG, ইকো Screening, Dress Test (Treadmill), X-Ray চেস্ট PAর পরীক্ষার সুযোগ। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে জানালেন হাসপাতালের এমডি ও সিইও রূপালী বসু। উপস্থিত ছিলেন, ডাঃ মালতী পুরকাইত, সিওও, রেডিওলজি, ডাঃ সৌমিত্র ভট্টাচার্য্য, ডাঃ মৈনাক চক্রবর্তী, ডাঃ প্রসূন , ডাঃ সৌতিক পান্ডা। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠ ভাবে পরিচালনা করেন সৌমিত্র চট্টপাধ্যায়। ভিডিও-সত্যজিৎ চক্রবর্তী।

আরও পড়ুন -  জেলা শাসকের কাছে আত্মহত্যার অনুমতি প্রার্থনা করে বসলো ঠিকা স্বাস্থ্য শ্রমিকেরা