Lightning: বিহার রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে

Published By: Khabar India Online | Published On:

ভারি বৃষ্টির সময় বজ্রপাতে বিহার রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সূত্রের প্রতিবেদনে বলা হয়, শনিবার বিভিন্ন জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। সারান জেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঙ্কা ও গোপালগঞ্জ জেলায় একজন করে মারা গেছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন -  ভয়াবহ ভূমিধসে ৭ জনের মৃত্যু

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারি বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ছিল ৯৩ দশমিক ২ মিলিমিটার। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮ দশমিক ৮ মিলিমিটার। প্রতীকী ছবি।

আরও পড়ুন -  Building Collapse In Mumbai: নিহত বেড়ে ১৯, মুম্বাইয়ে চারতলা ভবন ধ্বসে