1994 সালে মিস ইউনিভার্সের শিরোপা উঠেছিল সুস্মিতা সেন (Sushmita Sen)এর মাথায়। সুস্মিতার পর অনেকেই মিস ইউনিভার্স হয়েছেন। এখনও তাঁর ক্যারিশমা কেউই ছাড়াতে পারেননি। বিশ্বসুন্দরীর মুকুট জিতে বলিউডে পা রাখতে রীতিমত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সুস্মিতাকে। সমস্যাটি ঘটিয়েছিলেন কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranaut) কথিত ‘বলিউড মাফিয়া’ মহেশ ভাট (Mahesh Bhatt)।
View this post on Instagram
মিস ইউনিভার্স জেতার দুই বছর পর বলিউডে পা রাখেন সুস্মিতা। প্রথম ফিল্ম ছিল মহেশ ভাট পরিচালিত ‘দস্তক’। এই ফিল্মে সুস্মিতার অভিনয় কারও পছন্দ হয়নি। ফিল্মটি ছিল সুপার ফ্লপ। সম্প্রতি টুইঙ্কল খান্না (Twinkle Khanna)কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বিশেষ কিছু তথ্য জানিয়েছেন সুস্মিতা। দীর্ঘদিন ধরেই ভারতসুন্দরী হওয়ার পর খুলে যায় বলিউডের দরজা। অপরদিকে সুস্মিতা ছিলেন বিশ্বসুন্দরী। কিন্তু ‘দস্তক’-এর শুটিংয়ের সময় তাঁর অভিনয় পছন্দ হচ্ছিল না মহেশের।