নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ করোনা কে ক্লিন বোল্ড করে দু বছর পর রথযাত্রা উৎসবের চেনা ছবি ধরা পড়লো শহর শিলিগুড়ির ইসকন মন্দির।
রাজ্যের আজ বিভিন্ন প্রান্তে জকজমক ভাবে পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শিলিগুড়ির ইসকন মন্দির পিছিয়ে নেই। সকাল থেকেই এদিন মন্দির চত্বরে প্রচুর ভিড় দেখার মত ছিলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পুণ্যার্থীদের ভীড় মন্দির চত্বরে তীব্রতর হয়ে উঠেছিল। সকলেই শ্রী শ্রী জগন্নাথ দেব এবং সাথে সুভদ্রা ও বলরাম এর রথের দড়ি টেনে নাম সংকীর্তন এর মাধ্যমে মন্দির চত্বর থেকে বাইরের উদ্দেশ্যে রওনা হয়। এই মহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন শহর শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী গৌরব শর্মা সহ আরো অন্যান্য পুলিশ এর উচ্চপদস্থ কর্মকর্তারা। বিদেশি ইসকন ভক্তদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। সকল পুণ্যার্থীদের উপস্থিতিতে বছর ইসকন এর রথযাত্রা বেশ ভালো ভাবেই সুসম্পন্ন এবং সাফল্যমন্ডিত হয়েছে।