ঠোঁটের ওপরে দেখা যায় অবাঞ্ছিত লোম যা মেকআপের সৌন্দর্য নষ্ট করে দেয়। এই লোম দূর করার জন্য অনেকেই বিভিন্ন হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করে থাকেন যা অনেক সময় ত্বকের ক্ষতি করে থাকে। তাই অবাঞ্ছিত লোম দূর করার জন্য ঘরোয়া উপায় করুন।
- অবাঞ্ছিত লোম দূর করার জন্য হলুদ বেশ ভালো কাজ করে। এর জন্য হলুদের সঙ্গে সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করুন। মুখের যেসব অংশে বেশি লোম রয়েছে সেখানে ব্যবহার করুন পেস্ট। শুকিয়ে গেলে গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহখানেক পর এর ফল দেখতে পাবেন।
- ১ টেবিল চামচ কর্নস্টার্চ ও চিনির সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে যে জায়গার লোম রয়েছে সেখানে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে খুব দ্রত লোমের সমস্যা দূর হবে।
- লোম দূর করার জন্য দই ও বেসন ও হলুদ একত্রে মিশিয়ে ব্যবহার করে দেখুন দারুন উপকার।
- বানিয়ে নিতে পারেন ওয়াক্স। লেবু ও চিনি এক সঙ্গে ফুটিয়ে নিয়ে ঠাণ্ডা করে নিন। ওয়াক্সটি ত্বকের যে অংশে লোম দূর করতে চান যেখানে লাগিয়ে নিন। একটা কাপড়ের সাহায্যে চাপ প্রয়োগ করে টান দিয়ে উঠিয়ে নিন।