RathYatra: আগামীকাল রথযাত্রা, আগের দিন গন্ডিচা মন্দির মার্জন করা হলো

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, ওদলাবাড়িঃ   আগামীকাল রথযাত্রা। তার আগের দিন গন্ডিচা মন্দির মার্জন করা হলো ওদলাবাড়ি শ্রী কৃষ্ণ কৃপা গৌড়ীয় মঠে। বৃহস্পতিবার মাল ব্লকের ওদলাবাড়ির শ্রী কৃষ্ণ কৃপা গৌড়ীয় মঠে সকাল থেকেই ভক্তদের ভির লক্ষ করা যায়। মহিলা পুরুষ সকাল থেকেই ঝাড়ু কলস নিয়ে চলে আসেন মঠে। চলে গন্ডিচা মার্জন। সঙ্গে নাম সংকির্তন।

আরও পড়ুন -  জাতীয় পতাকা উল্টো করে নারী দিবস পালন তোলপাড় সোশ্যাল মিডিয়া

মঠের মহারাজ(শুধামা) এবং গদাধর প্রভু বলেন, শুক্রবার জগন্নাথ, বলরাম সুভদ্রা রথে করে মাসির বাড়ি যাবে। তার আগে পরিস্কার করা হচ্ছে মাসির বাড়ির মন্দির। একেই বলেন গুন্ডিচা মার্জন। আগামিকাল এই রথ যাত্রার উদঘাটন করবেন মালবাজার মহকুমা শাসক পিজুস ভগন রাও সালুঙ্কে। উপস্থিত থাকবেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা ঘোষ এবং তৃনমুল এর ব্লক সভাপতি তমাল ঘোষ।

আরও পড়ুন -  Aadhaar Card: আধার কার্ড আসল না নকল? বাড়িতে বসে চেক করতে পারেন সহজে

উল্লেখ্য, এই প্রথম শ্রী কৃষ্ণ কৃপা গৌড়ীয় মঠের রথ যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। নয় দিন চলবে এই অনুষ্ঠান। এই নয়দিন ভক্তদের প্রসাদের ব্যাবস্থা থাকছে। পাশাপাশি নয়দিনই চলবে কির্তন।

আরও পড়ুন -  Ritavhari Chakraborty: দৃষ্টি কাড়লেন ঋতাভরী !