Comfortable Clothing: আরামদায়ক পোশাক গরমে ঘরে

Published By: Khabar India Online | Published On:

 কর্মজীবনে বাহিরে নিয়মিত যাতায়াত করার ফলে সবারই নাজেহাল অবস্থা এই গরমে। ঘরে বসেও রেহাই মিলছে না প্রচণ্ড এই গরমে। চাই একটু আরাম এবং স্বস্তি। তবে আরামদায়ক কিছু পোশাক এই গরমে আরাম দিতে পারে।

  • সব সময় চেষ্টা করুন হালকা রঙের জামা পরিধান করা। এতে গরম কম লাগবে এবং আপনি পাবেন আরাম এবং স্বস্তি।
  • সাদা রঙের পোশাক পরুন। গরম কম লাগবে।
  •  গরমে সুতি কাপড় কে প্রাধান্য দিন। সুতির নরম কাপড়ের পোশাক বেশ আরামদায়ক হয়ে থাকে।
  • ঘরে পরিধান করার জন্য ঢিলেঢালা পোশাক নির্বাচন করে নিন। ঢিলেঢালা টি শার্ট অথবা কামিজ অথবা ফ্রক পড়তে পারেন।
  • বড় গলার জামা এই গরমে বানানোর চেষ্টা করুন। গরমে খুব আরাম পাবেন।
  • গরমে পড়তে পারেন প্লাজো। প্লাজো সাধারণ ঢিলেঢালা হয়, পড়তে বেশ আরামদায়ক হয়।
  • স্কার্ট অথবা  টি শার্ট পরিধান করতে পারেন খুবই কমফোর্টেবল।
  • এই গরমে ঘরে কাফতান পড়তে পারেন। এটি ফ্যাশনাবল এর পাশাপাশি বেশ আরামদায়ক।
আরও পড়ুন -  Cauliflower Soup: গরম ফুলকপির স্যুপ শীতের সকালে