উত্তরবঙ্গে বৃষ্টির রেশ বেশ কিছুদিন আগে থেকে চলছে। মৌসুমী বায়ু উত্তরবঙ্গে অনেক আগে প্রবেশ করেছে, ফলে গত মাস থেকেই উত্তরবঙ্গে চলছে বৃষ্টি।
হওয়া অফিস জানিয়েছেন, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, ও উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টি হবে।
প্রতিটি এলাকায় ভারী বৃষ্টি চলতে থাকবে। পাহাড়ী এলাকায় নামতে পারে ধস। তাই আগে থেকে সাবধান করা হয়েছে হওয়া অফিস থেকে।
সূত্র বলছে, আজ কলকাতা ও তার চারপাশের অঞ্চলে বৃষ্টির সম্ভবনা ক্ষীণ। বিকেলের দিকে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে আজ সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের আকাশ মেঘহীন ছিল। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। প্রতীকী ছবি।