রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে এশিয়ার দুটি দেশ সফর করবেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
রবিবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের বলা হয়, এই সফর হবে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর পুতিনের প্রথম বিদেশ সফর।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। একে চীন, ভারত ও ইরানের মতো অন্য ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে রাশিয়ার শক্তিশালী বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠার পেছনে কারণ হিসেবে উল্লেখ করে থাকেন পুতিন।
ক্রেমলিন প্রতিনিধি পাভেল জারুবিন বলেছেন, ভ্লাদিমির পুতিন তাজিকিস্তান ও তুর্কমিনিস্তান সফর করবেন।
প্রথমে তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইমোমালি সবচেয়ে দীর্ঘ সময় ধরে তাজিকিস্তানের শাসনক্ষমতায় আছেন।
তারপর তুর্কমিনিস্তান সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট। রাজধানী আশগাবাতে আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কমিনিস্তান কাস্পিয়ান দেশগুলোর নেতাদের সম্মেলনে অংশ নেবেন।