Toto Closed: ২ ঘন্টা টোটো বন্ধ রেখেই প্রতিবাদ মিছিল

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা,ময়নাগুড়িঃ   ২ ঘন্টা টোটো বন্ধ রেখেই প্রতিবাদ মিছিল।

বারবার যাত্রীদের কাছ থেকে টোটো চালকদের হেনস্তার সম্মুখীন হওয়ার প্রতিবাদে রবিবার প্রতিবাদে নামলো টেকাটুলির টোটো চালকরা। এদিন খাগড়াবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলু রায়ের সঙ্গে তারা দেখা করেন এবং বিষয়টি মৌখিকভাবে জানান। খাগড়াবাড়ি দুই নং অঞ্চল টোটো ইউনিয়ন এর অভিযোগ, উপযুক্ত ভাড়া নিয়ে যাত্রীদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিলেও বারবার তাদের হেনস্থা সম্মুখীন হতে হয়। আর যাতে এই ধরনের হেনস্তার সম্মুখীন হতে না হয় তারই প্রতিবাদে রবিবার প্রায় 2 ঘন্টা টোটো বন্ধ রাখেন তারা। এদিন সকাল 10 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত টোটো চলাচল বন্ধ রাখেন। জানা গেছে খাগড়াবাড়ি দুই নং অঞ্চলের প্রায় 180 টোটো একত্রিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। গ্রাম প্রধানের সঙ্গে দেখা করার পর একটি প্রতিবাদ মিছিল করেন টোটো চালকরা। টেকা টুলি থেকে এই মিছিল শুরু হয় ইন্দিরা মোড় হয়ে ঝাজাঙ্গি এলাকায় শেষ হয়। এই সমস্যা দ্রুত তার সাহায্যে সমাধান না হলে আগামীতে টোটো চালকরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুশিয়ারি দেন।

আরও পড়ুন -  Corona Situation মোকাবিলায় Lockdown সঠিক সিদ্ধান্ত, প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন