Shah Rukh Khan: বলিউড যাত্রার তিরিশ বছর, ভক্তদের ভালোবাসা, শাহরুখ খান

Published By: Khabar India Online | Published On:

৩০ বছর আগে একরাশ স্বপ্ন নিয়ে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ। পরিবারের কেউ কখনও অভিনয় জগতে ছিলেন না। চেহারাও নায়ক হওয়ার মতো নয়, সেই নিয়েই বলিউডে ৩০ বছরের সাম্রাজ্য গড়লেন ‘কিং খান’।  আজ তিনি বলিউডের ‘বাদশা’।

১৯৯২ এর ২৫ জুন মুক্তি পেয়েছিল ‘দিওয়ানা’। বলিউড পেয়েছিল এক নতুন রোম্যান্টিক নায়কের খোঁজ। শাহরুখ প্রেমে ডুব দিয়েছিল বি-টাউন। শুরু থেকেই একের পর এক সফল ছবি অল্প দিনেই তাকে দিয়েছে সেরা নায়কের তকমা।

আরও পড়ুন -  ভারত – অস্ট্রেলিয়া সার্কুলার ইকোনমি হ্যাকাথন আয়োজন করবে

 আগে ছোট পর্দায় ‘সার্কাস’ ধারাবাহিকে তার অভিনয় সাড়া ফেলেছিল। নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন ‘দিল আশনা’ ছবিতে। ছবির পরিচালক ছিলেন হেমা মালিনী। এই ছবির কাজ চলার সময়েই ডাক পান ‘দিওয়ানা’ ছবির জন্য।

তিরিশ বছরের বলিউড সফরে রেকর্ড তৈরি করে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। তার সাফল্যের বুনিয়াদে রয়েছে পরপর ১৬টি ছবি। তার কথা বলা, পোশাক এবং হাঁটাচলায় মন্ত্রমুগ্ধ দর্শক। ছবিতে তার বলা সংলাপ আজও ভক্তদের মুখে মুখে। তার সংলাপেই শুরু হয় নতুন প্রেম কাহিনি। পঞ্চাশ পেরিয়ে যাওয়া এই তরুণ নায়কের গালের টোল ফেলা হাসি আজও রং ধরায় মহিলা ভক্তদের মনে। শাহরুখের তিরিশ বছরের উদ্‌যাপনে ভরে গিয়েছে ভক্তদের শুভেচ্ছাবার্তায়।

আরও পড়ুন -  Aryan Khan: ২৩ বছর আগের ভবিষ্যৎবাণী মিলে গেল !

একজন ভক্ত লিখেছেন, ‘‘আপনি, সাধারণ মানুষ হয়েও কী ভাবে স্বপ্নপূরণ করতে হয় দেখিয়ে দিলেন। অভিনয়ের প্রতি ভালবাসা, ভক্তদের মন জয় করা ও তাদের আনন্দ দিয়েই কেটে গিয়েছে আপনার সারা জীবন। আমরাও আপনাকে ততটাই ভালবাসি এসআরকে।’’ ‘কিং খান’ উত্তরে তিরিশ বছর ধরে তাকে ভালবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভক্তদের।

আরও পড়ুন -  একটুকু ভালোবাসা........