Flood: অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, বন্যার্তদের পাশে দাঁড়ালেন

Published By: Khabar India Online | Published On:

সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন পেশার মানুষ জন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজের আঁকা শিল্পকর্ম বিক্রি করে তা থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই তিনি বানভাসি মানুষদের দেওয়ার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুন) ফেসবুকে নিজের আঁকা কিছু শিল্পকর্ম পোস্ট করে ‘ভয়ংকর সুন্দর’খ্যাত এই অভিনেত্রী বিষয়টি জানান।

আরও পড়ুন -  Time Deposit Scheme: পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম, ৫০০ টাকা থেকে ১ লাখ টাকা, অসাধারণ সুযোগ!

ভাবনা ছবির ক্যাপশনে লেখেন, ‘আপনারা সবাই জানেন শিল্প আমার পেশা এবং আমার ভালোবাসার জায়গা। আমি প্রথম প্রদর্শনীর জন্য একটি সিরিজ তৈরি করতে দিনরাত পরিশ্রম করেছি, কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে সিলেটের অবস্থা দেখে আমার শিল্পকর্ম বিক্রি করার পরিকল্পনা/ইচ্ছুক। এর থেকে আমি যা কিছু পাব তা বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের দেওয়া হবে। ’

আরও পড়ুন -  বিষে -২০

 তারকা জানান, এরই মধ্যে ব্যক্তিগতভাবে তিনি যতটা সম্ভব বানভাসিদের সাহায্য করার চেষ্টা করছেন। কিন্তু আরও বড় আকারে সহযোগিতা করতে নিজের শিল্পকর্ম বিক্রির ঘোষণা দিয়েছেন। এছাড়া সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোরও অনুরোধ করেন ভাবনা।

আরও পড়ুন -  কন্যাশ্রী দিবসের ষষ্ঠবর্ষপূর্তি উৎসব সাড়ম্বরে পালিত হল সালানপুর ব্লকে

তার আঁকা কোনো শিল্পকর্ম পছন্দ হলে ফেসবুকে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন।