দেশের কোন একটা ছোট গ্রামের কোন একটা প্রতিভা কি করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়, সত্যি অনেকেই ভেবে কূলকিনারা করতে পারেন না, বর্তমানে সোশ্যাল মিডিয়ার নানান প্লাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব এর মাধ্যমে পৌছে যাচ্ছে।
মানুষের যখন মন খারাপ থাকে আগেকার দিনে শিশুদের মন খারাপ হলে, যেমন ঠাকুরমার ঝুলি থেকে গল্প বার করে মন ভালো করে দিত, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্মের নানান রকম ভিডিও সাজানো রয়েছে। আপনার যখন যেটা প্রয়োজন শুধু একবার আপনার মুঠোফোন খুলে দেখে নিন। মন ভালো হয়ে যাবে।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, টাইট পোশাক পরে প্রকৃতির কোলে নিজের নিজের অঙ্গভঙ্গির সাহায্যে নাচছে এক যুবতী। নাচার জন্য বেছে নিয়েছে ‘চিকন চাকন মানজা দোলে গানের তালে তালে’ এই বাংলা ডিজে গান। এই নাচ থেকে আপনি কখনই ভাববেন না যে এই যুবতী কোনদিন নাচ শেখেননি, নাচের অঙ্গভঙ্গি দেখুন প্রশিক্ষিত নৃত্যশিল্পী।