World Yoga Day: যোগগুরু অসীম মুখার্জী-র সহযোগিতায় বিশ্ব যোগ দিবস পালন, ডানকুনি আবাসনে

Published By: Khabar India Online | Published On:

ডানকুনি আবাসন আবাসিক সমিতির উদ্যোগ ও যোগগুরু অসীম মুখার্জী সহযোগিতায় বিশ্ব যোগ দিবস পালন।

সত্যজিৎ চক্রবর্তী, ডানকুনি, হুগলীঃ   মঙ্গলবার ২১শে জুন বিশ্ব যোগ দিবস সেই উপলক্ষে ডানকুনি আবাসন আবাসিক সমিতির উদ্যোগে ও যোগগুরু অসীম মুখার্জীর সহযোগিতায় বিশ্ব যোগ দিবস পালন করা হল সকল নিয়ম বিধি মেনে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ডানকুনি পৌরসভার ভাইস-চেয়ারম্যান প্ৰকাশ রাহা, সঙ্গে ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতি জয়শ্রী সিনহা ও যোগগুরু অসীম মুখার্জী, এর পর জিতেন বিস্বাস জাতীয় পতাকা উত্তলন করেন, স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্য দান করা হয়। যোগগুরু আজকের কর্মসূচি ঘোষণা করেন সেই মত যোগ ব্যায়াম করার অনুগামী পুরুষ, মহিলা, শিশুরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন -  Web Series: ‘উল্লু’র এই ওয়েব সিরিজ প্রতি মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, বাচ্চাদের সামনে দেখা যাবে না
ডানকুনি আবাসন আবাসিক সমিতির উদ্যোগ। বিশ্ব যোগ দিবস পালন।

ভাইস-চেয়ারম্যান, পৌরমাতা, আবাসনের সম্পাদকের ভাষনের পর, প্রথমে ঁও উচ্চারনের মধ্য দিয়ে শুরু হয় যোগ দিবস পালন। এর পর ধাপে ধাপে অন্যান্য ব্যায়াম প্রদর্শিত হয় ৪৫ মিঃ যাবদ। সব শেষ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ ঘোষণা করা হয়।

আরও পড়ুন -  Bharat Sebashram Sangha: ভারত সেবাশ্রম সংঘ এর ছাত্র অভিনন্দন, উচ্চমাধ্যমিকে ৯৮% পেয়ে রাজ্যে নবম