“করো যোগ থাকো নিরোগ”

Published By: Khabar India Online | Published On:

বিশেষ সংবাদদাতা, কালনাঃ   “করো যোগ থাকো নিরোগ”

আর এই যোগই হোক নিরোগ থাকার মাধ্যম। অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে এই বার্তাটি সামনে রেখেই কালনা যোগ ট্রেনিং সেন্টারের উদ্যোগে যোগ দিবস পালিত হল। করোনা আবহের ফলে গত দু’বছর সংস্থার পক্ষ থেকে অনলাইনে যোগ দিবস পালিত হয়েছিল। এই বছর অফলাইনে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসে সংস্থার পক্ষ থেকে যোগের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

আরও পড়ুন -  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারিকদের সংবর্ধনা

সংস্থার পক্ষ থেকে সর্বসাধারণের জন্য বিনামূল্যে যোগ শিবির ও শিশু স্বাস্থ্য সচেতনতায় বিনামূল্যে যোগা ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানান সংস্থার সম্পাদক অসীম দফাদার।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগ বিশেষজ্ঞ এবং লেখক শ্রী জয়ন্ত হোড়, বিশিষ্ট আয়ুর্বেদিক এবং যোগ বিশেষজ্ঞ ডাক্তার ও প্রফেসর ডা: দেবদাস দত্ত এবং আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী রামিশা দফাদার।

আরও পড়ুন -  চারটি রাজ্যে উচ্চপর্যায়ের কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে; অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো চিন্তা-ভাবনা করা হচ্ছে

কালনা যোগ ট্রেনিং সেন্টার এর সম্পাদক অসীম দফাদার জানান, যোগাসনের উপকারিতা ও গুরুত্ব মানুষের কাছে বেশি বেশি করে পৌঁছে দিতে আগামী দিনে আমাদের আরো যোগাসনের শিবির আয়োজন করা হবে।এছাড়াও শিশু স্বাস্থ্য সচেতনতায় যোগাসন এর উপকারিতা ছাত্র – ছাত্রীদের কাছে তুলে ধরতে আগামী দিনে স্কুল ভিত্তিক যোগাসন এর ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন -  ঘনিষ্ঠ দৃশ্যে সীমা অতিক্রম করেছেন কাজল ওয়েব সিরিজের অনেক আগে