31 C
Kolkata
Wednesday, May 15, 2024

Dam Broke: আবাদি জমি জলের তলায়, বাঁধ ভেঙ্গে নদীর জলে

Must Read

নিজস্ব সংবাদদাতা, মাল মহাকুমাঃ   বাঁধ ভেঙ্গে নদীর জলে বিস্তৃণ আবাদি জমি জলের তলায়।

গতকালকের অতিবৃষ্টির ফলে মাল মহাকুমার বিভিন্ন জায়গার জলে প্লাবিত বিভিন্ন জায়গার পাশাপাশি ক্রান্তি ব্লকের মৌলানি , চাপাডাঙ্গা, রাজাডাঙ্গা, বেশ কিছু জায়গায় জলমগ্ন। পাশাপাশি কিছু কিছু বাড়িতে হাটু সমান জল জমেছে। ধরলা নদীর জলের তোড়ে মৌলানি গ্রাম পঞ্চায়েত এলাকার পলাশ মোড়ের কাছে বাঁধ ভেঙ্গে যায়। বাঁধ ভেঙ্গে নদীর জলে বিস্তৃণ আবাদি জমি জলের তলায়। চা বাগান ও জলের তলায় ডুবে রয়েছে। পাশাপাশি রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার রাজাডাঙ্গা মৌজা চেলনদী জলের তোড়ে বাঁধ ভেঙ্গে অনেক বাড়িতে জল ওঠে। এ বিষয়ে ক্রান্তির বি ,ডি,ও প্রবীর কুমার সিংহ জানালেন,ক্রান্তি ব্লক প্রশাসন ও ক্রান্তি পঞ্চায়েত সমিতি , এবং ক্রান্তি পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ক্রান্তি ব্লকের অধীনে চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ চেংমারী প্রাথমিক বিদ্যালয় সাতটি পরিবারের মোট 25 জনকে অস্থায়ী ক্যাম্প রাখা হয়েছে এবং রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার রাজাডাঙ্গা মৌজায় জলে জমে থাকা পরিবারগুলোকে শুকনো খাবার পঞ্চাশটি পরিবারকে দেওয়া হয়েছে। প্রশাসন বিষয়টির ওপর সর্বদা সতর্ক রয়েছে বলে তিনি জানালেন।

আরও পড়ুন -  ভূমিধসে ১৮ জনের প্রাণহানি, কলম্বিয়ায়

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img