কয়েকদিন ধরেই কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হয়েছে বৃষ্টি। কোথাও মাঝারি, কোথাও হাল্কা বৃষ্টি।গত দুদিন ধরেই মেঘের রং হয় কালো নয় লাল হয়ে রয়েছে। কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির দিন গুনছে বাংলার মানুষ। তাহলে কি বর্ষা এসে গেলো? মৌসুমী বায়ুর প্রবেশ কবে হবে? কী বলছে আবহাওয়া দপ্তর জানুন বিস্তারিত।
এদিকে উত্তরবঙ্গে অনেক আগেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে। বৃষ্টি হয়েছে কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি সহ অন্যান্য জায়গায়। মৌসুমী বায়ু এবার এসে উপস্থিত হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলছে মাঝারি বৃষ্টিপাতের রিমঝিম। প্রতীকী ছবি।