Rose Water: গোলাপ জল দিয়ে ত্বকের যত্ন

Published By: Khabar India Online | Published On:

 বিশেষ করে নারীরা ত্বকের যত্নের ক্ষেত্রে বেশ সচেতন। ত্বককে সুন্দর ও উজ্জ্বল করার জন্য নানান রকম পদ্ধতিই অবলম্বন করেন।

আজকাল বাজারে নানান রকম প্রসাধনী পণ্য রয়েছে যা ত্বকের জন্য বেশ ক্ষতিকর। সেজন্যে অনেকেই প্রাকৃতিক স্কিন কেয়ার কে প্রাধান্য দিতে চান। প্রাকৃতিক ভাবে ত্বকের যত্ন নিলে ত্বকে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে।

 একটি প্রাকৃতিক রুপচর্চার উপাদান হচ্ছে গোলাপ জল। গোলাপ জল তৈরি করার জন্য এক কাপের সমপরিমাণ গোলাপ ফুলের পাঁপড়ি আলাদা করে নিন। একটি কাচের পাত্রে ২ কাপ ফুটন্ত গরম জল ঢেলে এর মধ্যে গোলাপের পাপড়ি গুলো দিয়ে দিন। এরপর ৩০ মিনিট রেখে দিন।

আরও পড়ুন -  Hair: রিবন্ডিং করা চুলের যত্ন, কি ভাবে নেবেন

ঠান্ডা হয়ে গেলে অন্য একটি পাত্রে ছাঁকনি দিয়ে ছেঁকে গোলাপের জল আলাদা করে নিন। হয়ে গেল গোলাপ জল।

 গোলাপ জল ত্বকের জন্য বেশ উপকারি। নেই কোন সাইড ইফেক্ট।

  • গোপাল জল ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে তা সতেজ রাখে।
  • ত্বকের পিএইচ লেভেল বজায় রাখতে সহায়তা করে থাকে।
  • ত্বকের আদ্রতা বজায় রাখে।
  •  ব্রন কমাতে সাহায্য করে।
  • তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল ভাব কমাতে গোলাপ জল দারুন কাজ করে।
  • ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস এর সমস্যা কমায়।
আরও পড়ুন -  এই ওয়েব সিরিজ আশ্রমের থেকেও খুব সাহসী, বিবাহিতরা দেখুন শুধু একবার

  •  টোনার হিসেবে গোলাপ জল সবচেয়ে ভালো কাজ করে।

 আগে মুখ ভালো করে ধুয়ে নিবেন। ধোয়ার পরে একটি তুলোর সাহায্যে গোলাপ জল নিয়ে মুখে আলতো করে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিন। ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে এবং রাতে একবার করে এটি ব্যবহার করুন। দেখবেন আপনি হয়ে উঠবেন সুন্দরী।

আরও পড়ুন -  মায়াবী কলকাতা ময়দান...