Portugal Won: পর্তুগাল আবার জয় পেলো

Published By: Khabar India Online | Published On:

প্রথম ম্যাচ ড্রয়ের পর টানা দ্বিতীয় জয় পেল ক্রিস্টিয়ানো রোনালদোরা। লিসবনে বৃহস্পতিবার (০৯ জুন) রাতে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে।

পর্তুগালের জয়ের নায়ক জোয়াও কানসেলো ও গনসালো গেদেস। দুজনেই পেয়েছেন একটি করে গোলের দেখা।

পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোরা। ম্যাচের ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে তারা গোলের উদ্দেশে শট নিয়েছে ১১টি। যার মধ্যে লক্ষ্যে ছিলো ৫টি। বিপরীতে চেক প্রজাতন্ত্রের নেয়া ৯ শটের মাত্র একটি ছিলো গোলমুখে।

আরও পড়ুন -  জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের

প্রতি আক্রমণ থেকে ম্যাচের ২৪ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে বল নিয়ে ঢুকে পড়েছিলেন রোনালদো, তবে শট লক্ষ‍্যে রাখতে পারেননি তিনি। ৩১ মিনিটে ইয়ান কুচতার শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন স্বাগতিক গোলরক্ষক। এর দুই মিনিট পরই ম‍্যানচেস্টার ইউনাইটেডের দুই খেলোয়াড়ের দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় পর্তুগাল।

আরও পড়ুন -  Cristiano Ronaldo: শেষ হয়ে গেল বিশ্বকাপ জয় স্বপ্নটাঃ ক্রিস্তিয়ানো রোনালদো

বের্নার্দো সিলভার কাছ থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে কিছুটা এগিয়ে গিয়ে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন কানসেলো। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি গোলরক্ষক। ৩৮ মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন গেদেস। ডি বক্সে সিলভার দারুণ পাস পেয়ে আড়াআড়ি শটে ঠিকানা খুঁজে নেন ভ্যালেন্সিয়ার এই ফরোয়ার্ড।

আরও পড়ুন -  এই ওয়েব সিরিজটি দেখার সময় দরজা বন্ধ করে দেখতে হবে (Updated Web Series)

দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে ব‍্যবধান কমানোর সুযোগ আসে চেকদের সামনে। তবে প্রতি আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি ভাক্লাভ ইউরেসকা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।