Ukraine: এক হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনাদের ‘তদন্তের জন্য’ রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে

Published By: Khabar India Online | Published On:

মারিউপোল শহরে আত্মসমর্পণকারী এক হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনাদের ‘তদন্তের জন্য’ রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্রের মাধ্যমে বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই খবর জানায়।

পরবর্তীতে আরও ইউক্রেনীয় বন্দীদের রাশিয়ায় স্থানান্তর করা হবে বলে সূত্রটি তাসকে নিশ্চিত করেছে। ইউক্রেন বলছে, তারা সব বন্দিদের ফেরত দেয়ার জন্য কাজ করছেন। তবে কয়েকজন রুশ আইনপ্রণেতা বলেছেন, তাদের বাহিনীর হাতে আটক হওয়া ইউক্রেনীয়দের বিচার করা উচিত।

আরও পড়ুন -  Rachna Banerjee: নিজের হাতে রাঁধলেন ছেলের জন্মদিনে মা রচনা

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। শুরুর দিকে দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপক গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে রুশ বাহিনী। পরে কিয়েভের পাশ থেকে সেনাদের সরিয়ে নিয়ে রাশিয়া ইউক্রেনের দোনবাস অঞ্চলে তাদের সামরিক শক্তি ও হামলা বাড়াতে শুরু করে। ইতোমধ্যে দোনবাসের অধিকাংশ এলাকা ইউক্রেনীয় বাহিনীর হাতছাড়া হয়েছে।

আরও পড়ুন -  G-7: রাশিয়াকে হুঁশিয়ার করল জি-৭

চলমান যুদ্ধে দুই পক্ষেরই সেনাদের প্রাণহানির ঘটনা ঘটছে। তবে ইউক্রেন বলছে, রুশ হামলায় তাদের বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন অর্ধকোটিরও বেশি মানুষ, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।

আরও পড়ুন -  Former Russian President: ইউক্রেন ঠাণ্ডায় জমেই বিশ্ব থেকে মুছে যাবেঃ প্রাক্তন রুশ প্রেসিডেন্ট

ছবি: আল জাজিরা।